কাকন সরকার শেরপুর :
শেরপুরে ১২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেন (১৮) কে গ্রেফতার করেছে র্যাব-১৪। ৫ ফেব্রুয়ারি বুধবার রাত সাড়ে ৮টার দিকে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের সদস্যরা তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেন শ্রীবরদী উপজেলার হাসধারা গ্রামের মোঃ জহুরুল হকের ছেলে।
র্যাব সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভায়াডাঙ্গা বানিয়াপাড়া এলাকার বকশীগঞ্জ-ঝিনাইগাতী পাকা রাস্তার দক্ষিণ পাশে জনৈক মোঃ খায়রুল ইসলামের রাইচ মিলের সামনে অভিযান পরিচালনা করে। এসময় মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটর আনুমানিক বাজার মূল্য ৩৬ হাজার টাকা।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) জুয়েল চাকমা পিপিএম সেবা মাদক কারবারি মোঃ সাজ্জাদ হোসেনকে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে সে বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য ক্রয় করে শেরপুর জেলার আশপাশের এলাকা গুলোতের দীর্ঘদিন ধরে বিক্রয় করে আসছিল। পরে তাকে শ্রীবরদী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.