কাকন সরকার, শেরপুর॥ রবিবার ২জুলাই সকাল ১০ ঘটিকায় শেরপুর জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন কৃষিবিদ মোঃ নুরনেওয়াজ ও নকলা উপজেলায় সদ্য যোগদান কারী সাব-রেজিস্ট্রার নাফিসা নাওয়ার। জেলা রেজিস্ট্রেশন পরিবার,শেরপুর এর পক্ষ থেকে কর্মকর্তা ও কর্মচারী বৃন্দরা ফুলেল শুভেচছা বিনিময় করেন । ফুল দিয়ে বরণ করেন শেরপুর সদর সাব- রেজিস্ট্রার মোঃ আবুল কাশেম সহ অফিস সহকারী প্রধান ফিরোজ উদ্দিন,শাখা প্রধান টিসি মোঃ আবুবক্কর, রেকর্ড কিপার আব্দুর রউফ, শ্রীবরদী উপজেলা সাব- রেজিস্টার মোঃ মাহফুজুর রাহমান, নকলা সাব- রেজিস্ট্রার নাফিসা নাওয়ার,ঝিনাইগাতী সাব- রেজিস্ট্রার মোঃ হযরত আলী,অত্র অফিসে সহকারী রেকর্ডকিপার মোঃ সালাউদ্দিন,সদর অফিস সহকারী রওশন আরা বেগম, অফিস সহকারী মোছাঃ নাছিমা ইয়াসমিন (জেলা রেজিষ্টার)অফিস শেরপুর, মোঃ টমাস, মো: আসাদ আলী, মনিরুল,নকলনবীস সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাঃ সম্পাদক মাহফুজুর রহমান লিখন,দলিল লেখক বৃন্দ, ভেন্ডার বৃন্দ, নকলনবিশ বৃন্দ,নতুন জেলা রেজিস্ট্রার কে ফুলেল শুভেচছা বিনিময় করেন ।
সদ্য যোগদানকারী শেরপুর জেলা রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ নূর নেওয়াজ গত ১৩/০৩/২০২২ তারিখে শেরপুর সদর সাব- রেজিস্ট্রার থেকে পদোন্নতি পেয়ে জেলা রেজিস্ট্রার হিসেবে ঠাকুরগাঁও যোগদান করেন সেখান থেকে বদলী হয়ে আজ কৃষিবিদ মোঃ নূর নেওয়াজ শেরপুর জেলা রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন।
কৃষিবিদ মোঃ নূর নেওয়াজ বলেন আমি অত্র অফিসে সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছি এখান থেকে পদোন্নতি পেয়ে জেলা রেজিস্ট্রার হিসেবে ঠাকুরগাঁও যোগদান করি,আবার ঠাকুরগাঁও থেকে বদলী হয়ে জেলা রেজিস্ট্রার, শেরপুরে আজ যোগদান করিলাম।
অত্র অফিসের দলিল লেখক, ইষ্টাম ভেন্ডার,নকলনবিশ, সহ সকলেই আমাকে চিনে আমিও সকলকেই চিনি, তবে আগে সদর সাব রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করেছি এখন জেলা রেজিস্ট্রার হিসেবে দায়িত্ব পালন করবো সর্বোপরি আমি সকলের সহযোগিতা চাই আমার দায়িত্ব পালন করার জন্য। পাঁচ থানার সকল সাব রেজিস্ট্রার সহ অফিস সহকারী, দলিললেখক, নকলনবিশ, ইষ্টামভেন্ডার সহ জেলা রেজিস্ট্রার অফিসে সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ দের কে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.