হাসান আহমেদ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা নাসিক ৩ নং ওয়ার্ড রসুলবাগ এলাকা থেকে ২ মাদক কারবারিকে ১২ কেজি গাঁজার সহ গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি ) রাত ৯ টায় সিদ্ধিরগঞ্জ থানার রসুলবাগ এলাকা হইতে এসআই কামরুল ইসলামের অভিযান পরিচালনা করে এএসআই ইলিয়াস সঙ্গীও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেফতার করেন।সিদ্ধিরগঞ্জ থানার পুলিশের এস আই কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক মাদককারবারিরা হলেন- পিরোজপুর জেলার মটরবাড়িয়া থানার হলতা টিকার খালি এলাকার মধু মাতাব্বরের ছেলে মো: রাজু (৩৫) ও পটুয়াখালী জেলার গলাচিপা থানার জৈয়ন কাঠি এলাকার শাজাহান মৃধার ছেলে মো: মামুন (৩৩)।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম জানান, দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছি, মামলা হয়েছে বলে জানিয়েছেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.