মোঃ মাহবু বুর রহমান, সিরাজগঞ্জ॥ সিরাজগঞ্জ জেলায় সর্বোচ্চ যাকাত সংগ্রহকারী হিসেবে বেলকুচি উপজেলার সাবেক ইউএনও আনিসুর রহমানকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
জেলার ৯ টি উপজেলা হতে গত ২০২২-২০২৩ অর্থবছরে সর্বোচ্চ নয় লক্ষ বিশ হাজার টাকা যাকাত সংগ্রহ করে সরকারি যাকাত ফান্ডে জমা দেয়ায় বেলকুচি উপজেলার সাবেক ইউএনও বর্তমান সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনিসুর রহমান কে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
২০ আগষ্ট /২৩ রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে সরকারি যাকাত বোর্ড কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে তাকে এই বিশেষ স্মারক সম্মাননা প্রদান করা হয়।
এ সময় সন্মানিত অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সামিউল আলম, সিভিল সার্জন ডাঃ রামপদ রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ ফারুক আহামেদ সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.