কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড : চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূল ঘেষে ফৌজদারহাট ডিসি পার্কে আগামী শনিবার ৪ জানুয়ারি ২০২৫ থেকে শুরু হতে যাচ্ছে মাসব্যাপী দেশের সর্ববৃহৎ ফুল পার্ক উৎসব।
চট্টগ্রাম জেলা প্রশাসকের আয়োজনে তৃতীয়বারের মতো এই ফুল উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আজ বৃহস্পতিবার বিকেলে ফৌজদারহাটস্হ ডিসি পার্কে আয়োজিত সংবাদ সন্মেলনে জেলা প্রশাসক ফরিদা খানম এ ফুল উৎসব অনুষ্ঠিত হওয়ার কথা সাংবাদিকদের জানান।
সংবাদ সন্মেলনে তিনি বলেন, ডিসি পার্কের এ ফুল উৎসব দেখতে চট্টগ্রাম ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল প্রেমীদের এখানে সমাগম ঘটে। গত বছর এখানে প্রায় দশ লক্ষ দর্শনার্থীর সমাগম ঘটে। এবার ১২ লক্ষ ফুলপ্রমীর সমাগমের আশা করছি।
তিনি আরো জানান, এবারের উৎসবে থাকছে ৩৩৬ প্রজাতির লক্ষাধিক ফুলের সমারোহ , মাল্টিকালচারাল ফেস্টিভ্যাল, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা ও পিঠাপুলি উৎসব, চিত্রশিল্পীদের প্রায় ২০০টি চিত্রকর্ম। উৎসবে আসা দর্শনার্থীদের নিজেদের ছবির ক্যারিকেচার আঁকার ব্যবস্থাও রাখা হয়েছে। আয়োজন রাখা হয়েছে ঘুড়ি উৎসব ও নৌকাবাইস। এছাড়া প্রতিদিন বিভিন্ন জেলা ও উপজেলার শিল্পীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক আয়োজন সহ নানা আয়োজন।
দেশি-বিদেশি নানা রঙের ফুল দিয়ে সাজানো হয়েছে চট্টগ্রামের ডিসি পার্ক। সাগরপারের ১৯৪ একর জমির ওপর গড়ে ওঠা ১৩৬ প্রজাতির ফুলের এ বাগান থেকে ছড়িয়ে পড়ছে সৌরভ।
সংবাদ সন্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার উপ পরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম,জেলা সহকারী রাজস্ব কালেক্টর মোঃ আলাউদ্দীন,সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল মামুন প্রমূখ।
উক্ত সংবাদ সম্মেলনে জাতীয় ও স্হানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্হিত ছিলেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.