সীতাকুণ্ড( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ডে নিয়ম বহির্ভূত জোড়পূর্বক দলিল রেজিষ্ট্রি করতে না পারায় দলিল লেখক হারুন ভেন্ডার নামে এক ব্যক্তি উৎশৃঙ্গল আচরণে ক্ষোব্ধ হয়ে রেজিষ্ট্রি অফিসের স্টাফরা প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে।
সীতাকুণ্ড রেজিষ্ট্রি অফিস ও দলিল লেখকদের সূত্রে জানা যায়,আজ সোমবার দুপুর ১টায় সাব রেজিষ্ট্রি অফিসের স্টাফরা রেজিষ্ট্রি অফিস প্রাঙ্গনে দুপুর ১টায় মানববন্ধন ও বিক্ষোভ করে । এসময় এক কর্মচারী মিল্টন রায় বলেন,সাব-রেজিষ্টার অফিসের সামনে ভেন্ডার হারুনের নেতৃত্বে বহিগত লোক এনে উৎশৃঙ্গল আচরণে আমরা স্টাফরা ক্ষদ্ধ।কারণ গত ৭ অক্টোবর দলিল লেখক মোঃ হারুন রসিদ কর্তৃক জোড় পূর্বক নিময় বহির্ভূত দলিল রেজিষ্ট্রি করার জন্য চাপ সৃষ্টি করে।তখন আমাদের রেজিষ্টার স্যার অপারগতা প্রকাশ করলে সে (হারুন) বাহির থেকে টেলিফোনে বহিরাগত লোক এনে রাজস্ব আদায়ে বাধা প্রদান করে।আজও সে বহিরাগত লোক জড়ো করে অরাজগতা সৃষ্টির পায়তারা করে।আমরা এর প্রতিবাদ জানানোর পাশাপাশি এধরনের ঘটনা যেন না ঘটে সে আহ্বান জানাই।
এদিকে দলিল লেখক সমিতির প্রধান উপদেষ্টা সৈয়দ আবুল মুনছুর জানান,সাব রেজিস্টারের বিরুদ্ধে আজকের বিষয়টি অনাক্ষাংকিত এবং ভিত্তিহীন। তারা ৫ আগষ্টের পর থেকে বেপোয়ারা হয়ে গেছেন।
অভিযোগকারী দলিল লেখক হারুনুর রসিদ জানায়,তিনি একটি দলিল রেজিষ্ট্রি করতে যান, এসময় তার কাছে টাকা চান।তিনি না দেয়ায় তচর রেজিষ্ট্রি হয়নি।
প্রতিবাদ সভায় কর্মচারীদের মধ্যে উপস্হিত ছিলেন,মিল্টন নাথ, দিপংকর মানিক, মোঃ শাহদাৎ উল্ল্যা, মোঃ ইমতিয়াজ উদ্দিন, মোছাম্মৎ রেখা আক্তার, শিল্পী রাণী, আছমা আক্তার, নাছরিন, ছাবিনা, শিবানী, আইরিন, নায়েম, কাশেম, হাসান, মাসুদ, সনজিৎসহ রেজিষ্ট্রি অফিসের প্রায় অর্ধ শতাধিক স্টাফ প্রমূখ।
রেজিষ্ট্রি অফিসে এমন এমন আচরণ থেকে সকলকে বিরত থাকতে আহবান জানান।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.