কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ডে আনন্দ-সিপ এনজিও’র জলবায়ু সহনশীল জীবিকায়ন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের মাধ্যমে খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্প” এর আওতায় বিনামূল্যে কমিউনিটি পর্যায়ে গরুর খুরা রোগ প্রতিরোধে গবাদি পশুর টিকা প্রদান সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকাল ৯ টায় মহাদ্দ পশ্চিম সৈয়দপুর এলাকায় এই কার্যক্রমের সমাপনী দিনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ তাহমিনা আরজু ।
এতে আরও উপস্থিত ছিলেন আনন্দ-সিপ কৃষি ও প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আবুহানিফ, আনন্দ সিপ ট্রেনিং অফিসার মোঃ হাসানুরজ্জামান, সীতাকুণ্ড প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রমুখ।
জানা যায়, গত ৫ই নভেম্বর থেকে ১৯ শে নভেম্বর প্রর্যন্ত এই কার্যক্রমের আওতায় ১নং সৈয়দপুর ও ৪নং মুরাদপুর ইউনিয়নে ৮টি কেন্দ্রে মোট ২০২০ টি গবাদি পশুর গরুর খুরা রোগ প্রতিরোধে টিকা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা বক্তব্যে বলেন, গরুর খুরা রোগ প্রতিরোধে অবশ্যই গরুকে বছরে ৩ বার খুরা রোগের টিকা প্রদান করতে হবে । যদিও আমরা অনেক সময় খুব রিমোট এলাকায় গিয়ে এই ধরনের টিকা কার্যক্রম করা সম্ভব হয়ে উঠে না। আনন্দ-সিপ কে ধন্যবাদ জানাই উনারা একেবারে রিমোট এলাকায় এধরনের কার্যক্রম হাতে নিয়েছে।আনন্দ ও সিপ মাঠ পর্যায়ে যথেষ্ঠ দক্ষতার সাথে পরিবার উন্নয়নের কাজ করে যাচ্ছে আমি চেষ্টা করি উনাদের এধরনের উন্নয়ন কাজে সবসময় পাশে থাকতে। এ ধরণের কার্যক্রমের মাধ্যমে হতদরিদ্রদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.