কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সারা দেশের ন্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার চট্টগ্রাম সীতাকুণ্ড পৌরসদরের বিভিন্ন স্কুল , কলেজ ও মাদরাসার হাজার হাজার শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে।
এ সময় শিক্ষার্থীরা বলেন, যারা শিক্ষার্থীদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে তাদের গ্রেফতার করে সর্বোচ্চ বিচার করতে হবে। অভিলম্বে শিক্ষার্থীদের ৯ দফা দাবী মেনে নিতে হবে। তা না হলে শিক্ষার্থীদের এ আন্দোলন আরোও কোঠোর থেকে কঠোর রুপ ধারন করবে ।
শিক্ষার্থীরা আরোও বলেন, যদি পুলিশ বা অন্য কেউ তাদের আন্দোলন বাধা দিতে আসে তা হলে শিক্ষার্থীরা সমাজের সর্বস্তরের মানুষদেরকে নিয়ে প্রতিহত করবে। এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সতর্ক অবস্থানে ছিল,তবে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
বিক্ষোভ মিছিলটি সীতাকুণ্ড ডিগ্রী কলেজ থেকে শুরু করে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক ও পৌরসদরে উত্তর- দক্ষিন মাথা প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমে শেষ করেন। তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষনা করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.