সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রাম সীতাকুণ্ডের ইকোপার্কের সামনে এক খামারীর দুই শতাধিক গরু ধারন ক্ষমতা সম্পন্ন একটি খামার, একটি মুরগীর খামার, শতাধিক গাছ কর্তন সহ বেশ কয়েকটি বশত ঘর স্ক্যাভেটর দিয়ে গুড়িয়ে আধাঘন্টার মধ্যে দ্রুত চলে যায়। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খামারী শহিদুল ইসলাম বাবুল বাদী হয়ে ৮ জনকে আসামী করে অজ্ঞাত ৬০/৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে সীতাকুণ্ড থানায়।
মামলার আসামীরা হলেন,এসকেন্দর মিয়া দুলাল(৬৫) সফিউল আলম(৫৫) মোঃ হেলাল মিয়া (৪০) মোঃ ফিরোজ(২৮) মোঃ সুরোজ(২৫) মোঃ সানজু(২২) মোঃ রাকিব(২১) মোঃ নকিব (২০) অজ্ঞাত ৬০/৭০ জন।
ক্ষতিগ্রহস্হ খামারী শহিদুল ইসলাম বাবুল মামলার অভিযোগে জানায়, সীতাকুণ্ড থানাধীন পৌরসভার ৬ নং ওয়ার্ডের ইকোপার্ক গেইট এলাকা মহাদেবপুর মৌজার বিভিন্ন দাগাদির সম্পত্তি মৌরশী ওয়ারিশ ও খরিদা সূত্রে মালিক হয়ে দীর্ঘ ৬০ বছর যাবত দখলে থেকে গরুর খামার, মুরগীর খামার ও বেশ কয়টি শ্রমিক থাকার ঘর নির্মান করে খামার পরিচালনা করে আসছেন।
স্হানীয় কয়েকজন ভূমিদস্যু আওয়ামীলীগ নেতা সফিউল আলম ও তার ভাইদের আমার জায়গা ও স্হাপনার উপর কূ-নজর পড়ে।তারা আগে কয়েকবার দখলের চেষ্টা করে ব্যর্থ হয়।
গত শনিবার (২ নভেম্বর) সকাল ৯ টায় সফিউলের নেতৃত্বে প্রায় ৬০/৭০ জনের একটি সন্ত্রাসী দল ভাড়া করে এনে খামারে হামলা চালায় তারা একটি স্ক্যাভেটর দিয়ে দুটি বিশাল খামার গুড়িয়ে দেয়, টি- কাটার দিয়ে আধাঘন্টার মধ্যে শতাধিক গাছ কেটে দ্রুত চলে যায়।
জায়গার মালিক খবর পেয়ে পুলিশ কে খবর দিলে পুলিশের একটি টিম এ এসআই আরিফ হোসেন নেতৃত্বে ঘটনাস্হলে যায় তখন হামলাকারীরা ঘটনাস্হল থেকে চলে যায়।পুলিশ উভয় পক্ষ কে থানায় যোগাযোগ করতে বলে চলে যায়।
সীতাকুণ্ড থানার ওসি মোঃ মুজিবুর রহমান জানায়, ফকিরহাট ইকোপার্কের সামনে খামার ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে, আসামী ধরার চেষ্টা চলছে,তবে যেহেতো জায়গা জমির কাগজপত্রের ব্যাপার উভয় পক্ষ বসে সমাধান করাটাই উত্তম মনে করি। বিবাদীরা জায়গা পাবে বলে দাবী করছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.