কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড :
চট্টগ্রাম সীতাকুণ্ডের জেএএম ফাউন্ডেশনের উদ্যোগে আজ দুপুর ১২ টায় সীতাকুণ্ড প্রেসক্লাবে পত্রিকার হকারদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন অধ্যাপক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ র পক্ষে সীতাকুণ্ড প্রেসক্লাব এ কম্বল বিতরণ করেন।
এসময় উপস্হিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম. হেদায়েত, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক, দফতর সম্পাদক আবুল খায়ের, সিনিয়র সদস্য জাহাঙ্গীর আলম,তালুকদার নির্দেশ বড়ুয়া।
পত্রিকার হকার ছাড়াও গরীব দুঃস্হদের মাঝে ও কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য, জে এ এম( JAM) ফাউন্ডেশন সীতাকুণ্ড ও আকবরশাহ থানা এলাকায় প্রায় ২০ হাজার উন্নতমানের কম্বল বিতরণ করা হয়।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.