সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দিরাইয়ে সাংবাদিক জাকারিয়া হোসেন জোসেফ ও তার ভাই জাকির হোসেন জোহানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। সোমবার রাতে সাংবাদিক জোসেফ বাদী হয়ে সরমঙ্গল ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলসহ ৫ জনের নাম উল্লেখ ও ৪/৫ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে দিরাই থানায় মামলাটি দায়ের করেন।
পুলিশ অভিযান চালিয়ে এজহারনামীয় আসামি মেহরাব হোসেন রুনেলকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। তবে মূল অভিযুক্ত ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল ও নবেল মিয়াকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।
তবে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোক্তাদির হোসেন জানিয়েছেন, এজহারনামীয় আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এদিকে হামলায় ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে দিরাই রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।
এর আগে গ্রামের বাড়িতে স্কুলের ভূমি দাতা নিয়ে বিরোধের জের ধরে সোমবার সন্ধ্যা ৭টায় চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েলের নেতৃত্বে একদল সন্ত্রাসী সাংবাদিক জোসেফের পৌর শহরের বাসভবনে ঢুকে হামলা চালায়। হামলাকারীরা জোসেফ ও তার ভাই জাকির হোসেন জোহানকে কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত গুরুতর জখম এবং বাসায় ভাংচুর করে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.