সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডাবর এলাকায় সিএনজি ও মোটর সাইকেলেী মুখোমুখি সংঘর্ষে ২জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার দরগাপাশা ইউনিয়নের আক্তাপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাজিন আহমদ (২৬) এবং তার মামা দিরাই উপজেলার নুরপুর গ্রামের সৈয়দ মখদ্দুস আলীর ছেলে আমিরুল ইসলাম (৫০)।
সোমবার দুপুরে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ডাবর-জগন্নাথপুর সিচনী পয়েন্ট সংলগ্ন এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দূর্ঘটনার সময় পাগলা বাজার থেকে প্রয়োজনীয় কার্য শেষ করে রাজিন ও তার মামা আমিরুল ইসলাম মোটর সাইকেল যোগে (সিলেট মেট্রো-হ ১২-০৩৯০) আক্তাপাড়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে সিচনী ব্রিজ অতিক্রম করার সময় বিপরীত দিক জগন্নাথপুর থেকে আসা সিএনজি চালিত অটোরিকশার (সুনামগঞ্জ-থ ১১-২২৩৫) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই রাজিন আহমদ ও আমিরুর ইসলাম মারা যান। এ সময় স্হানূয় জনতা পাগলা-জগন্নাথপুর সড়কটি অবরোধ করে রাখেন । দীর্ঘ দুইঘন্টা পর প্রশাসনের হস্তক্ষেপে রাস্তাটিতে যান চলাচল স্বাভাবিক হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিএনজি ও মোটর সাইকেলটি থানা হেফাজতে রয়েছে। আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.