মোহাম্মদ মাসুদ॥ বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার মোহাম্মদ শাহীন রাজু, স্কাউটস-এর সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’ লাভ করেছেন। বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কাউন্সিলের ৫১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এ অ্যাওর্য়াড অর্জন করেন তিনি।
বৃহস্পতিবার ১৬মার্চ বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস-এর জাতীয় কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। সভা উদ্বোধন করেন রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো. আবদুল হামিদ। বাংলাদেশ স্কাউটসের সভাপতি মো:আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে এতে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন প্রধান জাতীয় কমিশনার ড.মোজাম্মেল হক খান।
অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে স্কাউটার মো:শাহীন রাজুকে স্কাউটস-এর সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র অ্যাওয়ার্ড’ প্রদান করেন মহামান্য রাষ্ট্রপতি।
এতে স্কাউটিং আন্দোলনে অসামান্য অবদানের জন্য ১১ জন স্কাউটারকে"রৌপ্য বাঘ্র্য"ও ১৪ জনকে "রৌপ্য ইলিশ" পদকে ভূষিত করা হয়।
এর আগে মহামান্য রাষ্ট্রপতির কাছ থেকে ২০১৬ সালে "রৌপ্য ইলিশ"গ্রহণ করেছিলেন স্কাউটার মো:শাহীন রাজু, এল,টি।তিনি বাংলাদেশ স্কাউটস,চট্টগ্রাম বন্দর রেলওয়ে জেলার অন্যতম দূর্বার মুক্ত স্কাউট গ্রুপের সাবেক সভাপতির দায়িত্ব সফলতার সাথে পালন করেন।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.