নিজস্ব প্রতিবেদক : "আমাদের সকলের প্রিয় মামা জনাবঃ মনির খান, আমাকে দেখতে খবর দিয়েছে কয়েকজন দিয়ে যেতে পারি নাই, আজকে সকালে তাকে দেখতে বাসায় গেলাম শুনলাম হাসপাতালে গেলাম হাসপাতালে বেচারা কান্নায় ক্ষমা চেয়ে বসে, প্রেসক্রিপশন সাথে আইডি কার্ড নিয়ে আলী আকবরের কাছে গিয়ে ডাক্তার দেখাতে স্লিপ নিই, ডাক্তার রুমে গিয়ে তাকে শুয়ে রেখে ডাক্তারের জন্য অপেক্ষা করি, ডাক্তার খাওয়া দাওয়াত নামাজ শেষ করে আসতে আসতে তার অবস্থা খারাপ অবস্থায়, ডাক্তার আসতে দেরি করায় আমরা ডাক্তারের সাথে কথা বলি। তিনি বলেন, বাঙালি দের জন্য সুযোগ সুবিধা নেই তুর্কী হাসপাতালে, দীর্ঘদিন অসুস্থ থাকার পর কিছুক্ষণ আগে মুনির মামা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি।"
এভাবেই ফেসবুকে লিখে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা, সমাজকর্মী, সাংবাদিক রফিকুল ইসলাম আইমন।
ক্ষোভ নিয়ে স্থানীয় অনেকেই বলেন, সরকারের ৩০% সুযোগ সুবিধা স্হানীয়দের দেওয়ার অগ্রঅধিকার অনুমোদন সত্ত্বেও আন্তর্জাতিক ও ন্যাশনাল সংস্থা গুলো সিইআইসি ও RRRC সরকারি কমকর্তাদের ম্যানেজ করে স্হায়ী অসহায় মানুষের জায়গা জমি দখলে দিচ্ছে রোহিঙ্গারা পেয়েছে আশ্রয় ও পাচ্ছে সুবিধা। প্রতিশ্রুতি থাকলেও ভূমি দখলের পরে মিলে না আমাদের সুযোগ সুবিধা। রোহিঙ্গাদের এত সুযোগ সুবিধা দেয় কিন্তু বাঙালিদের দিলে কি এমন হতো! এ নিয়ে জনমনে নেতিবাচক প্রশ্ন উঠা শুরু হয়েছে।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বালুখালীতে রোহিঙ্গা জনগোষ্ঠীর সেবায় প্রতিষ্ঠিত হয় তুর্কী হাসপাতাল। স্থানীয় সাধারণ মানুষের চাষের জায়গা দখল করে গড়ে উঠা এ হাসপাতালে স্থানীয়দের চিকিৎসা সেবায় অসম্মতি প্রতিষ্ঠানটির। তুর্কী হাসাপাতাল কর্তৃপক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠীর চিকিৎসা দিচ্ছে কিন্তু বাঙ্গালি চিকিৎসা সেবা নিতে গেলে বিভিন্ন অযুহাত দেখিয়ে এড়িয়ে যায়। হাসপাতালটিতে চিকিৎসার জন্য গেলে সেখানে নিয়োজিত রোহিঙ্গা কর্মচারীদের দ্বারা হেনস্তার শিকার হতে হয় স্থানীয়দের।
এলাকাবাসীর দাবি, তুর্কী হাসপাতালে স্হানীয়দের চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে হবে। আমার নিজের দেশেই আমরা বঞ্চিত এটা মেনে নেওয়া কঠিন, আমাদের সাথে বৈষম্যে করা হয়েছে, আমরা এর প্রতিকার চাই ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.