স্টাফ রিপোর্টার, ঈদগাঁও॥ কক্সবাজারের ঈদগাঁও থানার বিতর্কিত ওসি গোলাম কবিরের অমানবিক নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল মানববন্ধনসহ প্রতিবাদে ফুঁসে উঠেছেন বৃহত্তর ঈদগাঁওর সাধারন জনগন।
বির্তকিত ওসির শাস্থিমুলক ব্যবস্থা গ্রহণ ও প্রত্যাহার দাবীতে এবার মাঠে নেমেছেন জনপ্রতিনিধি, শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার লোকজন।
জানা যায়, অসহায় মা, ২ বছরের শিশু ও দুগ্ধ শিশুকে বিনা অপরাধে জেল হাজতে প্রেরণসহ ঈদগাহ কেজি স্কুলের এসএসসি পরীক্ষার্থীকে হামলা করার প্রতিবাদে এ মানববন্ধন-সমাবেশ।
২৩ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০ থেকে দুপুর ১২টা পর্যন্ত বাসস্টেশন চত্তরে ঈদগাঁও উপজেলাবাসী ব্যানার কর্তৃক আয়োজিত এ মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, জালালাবাদ ইউপি পরিষদ চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ, মুক্তিযোদ্বার সন্তান হুমায়ুন কবির চৌধুরী হিমু সহ অনেকে।
মানববন্ধনে বৃহত্তর এলাকার নানা শ্রেনী পেশার সাধারন মানুষ অংশ নেন। অবিলম্বে ঈদগাঁও থানার বির্তকিত ওসির শাস্থিমুলক প্রত্যাহার চান তারা।
এ বিষয়ে জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ইমরুল হাসান রাশেদ জানান, অসহায় মা সহ তার শিশুকে বিনা অপরাধে জেল হাজতে প্রেরন এবং এসএসসি পরীক্ষার্থী এক শিক্ষার্থীর উপর হামলার প্রতিবাদে শান্তিপূর্ণ মানববন্ধন ও সমাবেশ করেছেন বৃহত্তর এলাকার সাধারন মানুষ।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.