মহিবউল্লাহ কিরন, আমতলী, বরগুনা: ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এই এলাকা পরিদর্শনে যাচ্ছেন বলে জানিয়েছেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম।
বুধবার (২৯মে) সকালে জেলা প্রশাসক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আগামী ৩০ মে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী পটুয়াখালী সফরে আসবেন।
রেমালের তাণ্ডবের পর এখন জেলার অবস্থা অনেকটা স্বাভাবিক। তাই আশ্রয়কেন্দ্র থেকে সব মানুষ বাড়িঘরে ফিরে গেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, জেলায় তিন লাখ ২৭ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এ ছাড়া ২৩৫ ঘরবাড়ি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।
কৃষির ক্ষতি হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকার এবং মৎস্য খাতের ক্ষয়ক্ষতি হয়েছে ২৮ কোটি ৬৯ লাখ টাকার।
সম্পাদক : মীর দিনার হোসেন (যুগ্ম আহবায়কঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন), মোবাইল: ০১৫৮১-২৪৪২০০ * প্রধান সম্পাদক : মির্জা গালিব উজ্জ্বল ( সদস্য সচিবঃ সর্বস্তরে স্মৃতিসৌধ বাস্তবায়ন আন্দোলন) মোবাইল: ০১৭২৮-৭৭৫৯৯০।
মেইল: bangladeshsokal@gmail.com, web: www.bd-sokal.com
Copyright © 2025 বাংলাদেশ সকাল. All rights reserved.