আওরঙ্গজেব হোসেন রাব্বী, স্টাফ রিপোর্টার : ‘সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর রাণীনগরে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে শনিবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও সমবায় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযুদ্ধা আব্দুর রউফ দুলু, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, ফরিদা বেগম, কৃষি কর্মকর্তা ফারজানা হক, থানার ওসি আবু ওবায়েদ, জেলা পরিষদ সদস্য জাকির হোসেন জয়, সদর ইউপি চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান প্রমূখ।