নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ সহ বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডারগন অসুস্থ বীর মুক্তিযোদ্ধাকে দেখতে হাসপাতালে আসেন।
(২১ই-জানুয়ারি)শনিবার সকাল ১১ টার সময় কোটচাঁদপুর উপজেলার তালসার গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোঃ মনোয়ার হোসেন হটাৎ অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের সদস্যরা জরুরী ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
তার অসুস্হতার কথা শুনে হাসপাতালে দেখতে ছুটে আসেন কোটচাঁদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খান মাসুম বিল্লাহ, সাবেক উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ তাজুল ইসলাম, সাবেক উপজেলা কমান্ডার মোঃ আব্দুল মান্নান, কোটচাঁদপুর উপজেলা অগ্রণী ব্যাংকের ম্যানেজার মোঃ আলমগীর হোসেন, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ মাসুদ পারভেজ মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুর রউফ, কোটচাঁদপুর উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ বাশার, সাংবাদিক মোঃ মঈন উদ্দিন, সাংবাদিক সুব্রত কুমার, সাংবাদিক মোঃ বাবলু মিয়া, সাংবাদিক মোঃ সোহেল চৌধুরী, সাংবাদিক মোঃ রমজান আলী, কোটচাঁদপুর মানবাধিকার সংগঠন এর সভাপতি ও উপজেলা বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম রেজা, সাংবাদিক মোঃ আশরাফুজ্জামান, কুশনা ইউনিয়ন মানবাধিকার সংগঠন সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাংবাদিক মোঃ আবু সুফিয়ান শান্তি বীর মুক্তিযোদ্ধার সন্তান সহ বীর মুক্তিযোদ্ধা পরিবারের অনেকেই।
এসময় অসুস্থ বীর মুক্তিযোদ্ধার চিকিৎসার বিষয় নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষেরে চিকিৎসার বিষয় যাবতীয় খোঁজ খবর নেন। দ্রুত সুস্থতার জন্য মহান আল্লাহ নিকট দোয়া করেন। তার পরিবারের সদস্যদের সার্বিকভাবে রোগীর চিকিৎসার বিষয় বিভিন্ন পরামর্শ সার্বিক সহায়তার আশ্বস্ত করেন ।