পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের কালমেঘ জান্নাতবাগ হাফেজিয়া মাদ্রাসার বাবুর্চি লিটনের সাত বছর বয়সী মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে মাদ্রাসার সামনের স্থানীয় পান দোকানদার নাজিরউদ্দিনের বিরুদ্ধে।
জানা যায়, শনিবার সকালে লিটনের মেয়ে নাসিরউদ্দিনের দোকানে বিস্কুট নিতে যায়। আশেপাশে কেউ না থাকায় ওই শিশুকে যৌন হয়রানি করে নাসিরউদ্দিন। এই ঘটনায় বিচার বসলে স্থানীয় ইউপি সদস্য নাসিরউদ্দিন সেখান থেকে সটকে পড়ার জন্য সহযোগিতা ও তার বাড়িতেই লুকিয়ে রাখার চেষ্টা করেন ফারুক হোসেন। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে নাজিরের দোকান ভেঙে দেয় ও তাকে শায়েস্তা করার জন্য খুজতে থাকে। এতে ভয় পেয়ে নাসিরউদ্দিন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। কিন্তু বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ বিষয়ে ওই মেয়ের বাবা লিটন বলেন, মেম্বারের চাচা হবে নাসিরউদ্দিন। সেকারণেই মেম্বার তাকে সহযোগিতা করছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।