
নিজেস্ব প্রতিবেদক :
আন্তর্জাতিক বন দিবস-২০২৫ উপলক্ষে ২১ মার্চ বিকাল ৪টায় যশোর সামাজিক বন বিভাগের উদ্যোগে চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বনায়ন নার্সারি ও প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা অমিতা মণ্ডল, রেঞ্জার খালেক হোসেন, বন বিভাগের সদস্য কুদ্দুস এবং স্থানীয় পরিবেশপ্রেমী খোকন, রানা, জনি, সানি, সাজ্জাদ, সাজিদসহ আরও অনেকে।
চারা বিতরণ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকরা জানান, বন ও পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিবছর এ ধরনের কার্যক্রম নেওয়া হয়।