মোঃ আবদুল আলিম, পটুয়াখালী প্রতিনিধি॥ আজ মহা ধুমধামের মধ্যদিয়ে পটুয়াখালীতে অনুষ্ঠিত হলো আর্জেন্টিনার সমর্থনে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা। উক্ত আনন্দ র্যালীতে বিশাল দৈর্ঘ্যর পতাকা নিয়ে, ঢাক-ঢোল পিটিয়ে হাজার হাজার “মেসি ” ভক্ত পটুয়াখালী শহরকে মূখরিত করেছে।
র্যালীটি শহরের প্রাণকেন্দ্র দৃষ্টিনন্দন ঝাউতলায় শুরু হয়, এর পর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিন শেষে আবার ঝাউতলায় গিয়ে শেষ হয়। এতো লম্বা পথ পাড়ি দিয়েও কারো মুখে ছিলোনা কোন ক্লান্তির ছাপ, সারাটা পথে মেসি মেসি শব্দ আর ভেপুর সুরে পটুয়াখালীর আকাশ প্রকম্পিত হচ্ছিল।
সকল মেসি সমর্থকদের নৃত্য-গীতে গোটা শহরের মানুষ আনন্দিত ও উৎফুল্ল।