এনামুল হক ছোটন॥ গত ২৪ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগ এর ২২ তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের মাধ্যমে বাংলাদেশের প্রাচীনতম সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদক সহ গুরুত্বপূর্ণ পদের নাম প্রকাশ করার মাধ্যমে আংশিক কমিটির ঘোষণা করা হয়।
সম্মেলনে কাউন্সিলদের মতামতের ভিত্তিতে বিনা প্রতিদ্বন্দ্বিতা সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী লীগ এর পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে ওবায়দুল কাদের এমপি কে।
এছাড়াও কমিটির কয়েকটি গুরুত্বপূর্ণ পদে নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ এর আংশিক কমিটির ঘোষণা করা হয়েছে।
ঘোষিত কমিটিতে বাংলাদেশ আওয়ামীলীগ এর পুনঃনির্বাচিত সাধারণ সম্পাদক জননেতা ওবায়দুল কাদের এমপির সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।