এম আবু হেনা সাগর, ঈদগাঁও :
কক্সবাজার- চট্টগ্রাম সড়কে রেল যাতায়াত করলেও ইসলামাবাদের রেল স্টেশনে দীর্ঘদিন ধরে না থামায় হতাশায় পড়েছিলেন যাত্রীরা। অবশেষে ঈদগাঁও উপজেলাধীন ইসলামাবাদ নান্দনিক রেল স্টেশন পয়েন্টে যাত্রী উঠানামা নামার সুযোগ সৃষ্টি হওয়ায় খুশির আমেজ বিরাজ করছে যাত্রীদের মাঝে। যার ফলেই কাঙ্খিত স্বপ্ন পূরন হলো ঈদগাঁওবাসীর। উচ্ছ্বাস দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে।
রেল ভ্রমণ অত্যান্ত আরামদায়ক ও নিরাপদ। দৃষ্টিনন্দন রেল স্টেশন নির্মান করেও দীর্ঘকাল রেলের সাথে যুক্ত হতে পারেনি ঈদগাঁও উপ জেলা পাঁচ ইউনিয়নের জনগন। চট্টগ্রাম কক্সবাজার রেল সড়কের ডুলাহাজারা ও রামু থেকে টিকেট ক্রয়ের মাধ্যমে যাত্রী উঠানামার সুযোগ হলেও ইচ্ছা থাকা সত্ত্বেও রেলে চড়া সম্ভব হয়ে উঠেননি ঈদগাঁওবাসীর।
অবশেষে এ রেলপথে চালু হলো দুই জোড়া ট্রেন। পহেলা ফ্রেরুয়ারী যাত্রার প্রথম দিনে চালুকৃত নতুন ট্রেনে ইসলামাবাদ রেলের স্টেশন থেকে যাত্রী উঠানামা সু-ব্যবস্থা হয়। দীর্ঘসময় অপেক্ষায় পর স্বপ্নের ট্রেনে করে প্রয়োজনীয় কাজেকর্মে বা ভ্রমণে যেতে পারবেন ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়নে লোকজন। এদিকে নিয়মিত ট্রেন পেয়ে মহাখুশি স্থানীয় যাত্রীরা।
আবু তাহের,আবদুল হালিমসহ যাত্রীরা জানান, এবার চট্টগ্রাম থেকে সরাসরি ইসলামাবাদ রেল স্টেশনে নামানো যাবে। যাতে করে দ্বিগুন অর্থ সহ সময় ব্যয়ও কমে যাবে। ইসলামাবাদের রেল স্টেশন হয়ে যাত্রী উঠানামার সুযোগ হওয়ায় অর্থ সাশ্রয় ও ভোগান্তি থেকে মুক্তি পাবে ঈদগাঁও উপজেলার জনগন।
ঈদগাঁও যুব ঐক্য পরিবার সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম জানান, দীর্ঘদিন পর হলেও ইসলামাবাদ স্টেশনে যাত্রী উঠানামা করার আমরা স্থানীয়রা খুশি। স্বল্প খরছে খুব সহজে যাওয়া যাবে বন্দরনগরী চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে। সংশ্লিষ্ট কতৃপক্ষকে ধন্যবাদ।
ইসলামাবাদ রেল স্টেশন মাস্টারের মতে, চট্টগ্রাম-কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস ৮২২/৮২৩ এক জোড়া ট্রেন চালু হওয়ার মাধ্যমে ঈদগাঁও উপজেলাসহ পার্শ্ববর্তী এলাকার লোকজনও এটার সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। ঈদগাঁও থেকে চট্টগ্রাম ১শত ৫০ টাকা ও কক্সবাজার ৪৫ টাকায় যাওয়া যাবে।