বাংলাদেশ সকাল
সোমবার , ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

ঈদগাঁওতে ভাড়া বাসায় চলছে কোচিং বানিজ্য : দেখার কেউ নেই 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
সেপ্টেম্বর ২৩, ২০২৪ ৬:১২ অপরাহ্ণ

 

ঈদগাঁও ( কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের ঈদগাঁওতে দুই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নেতৃত্বে ভাড়াবাসায় চলছে কোচিং বানিজ্য। দেখার যেন কেউ নেই।

প্রাপ্ত তথ্য মতে, ঈদগাঁও বাজার ও ষ্টেশনের পাশ্বর্বতী বিভিন্ন ভাড়াবাসায় কোচিং বানিজ্য থেমে নেই। এসব কোচিং সেন্টারে নানা স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দেদারছে কোচিং করা হয়। ঈদগাঁও  স্টেশনের জাগির পাড়া সড়ক আর ঈদগাঁওর ছাগল বাজার পয়েন্টে  ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় ও ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের নেতৃত্বে ভাড়াবাসায় কোচিং বানিজ্য চালিয়ে যাচ্ছেন। ঈদগাঁও স্টেশনস্থ জাগির পাড়া সড়কের একটু ভেতরে কোচিং করতে শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ে। শিক্ষকরা কোচিং বানিজ্যের সাথে জড়িত বলে জানা যায়।

এদিকে অসংখ্য ছাত্রদের মেধা বিকাশের নামে সাম্প্রতিক সময়ে গড়ে উঠেছে কোচিং সেন্টার। কোচিং সেন্টারগুলোতে শিক্ষার্থীদের ভীড় লেগে থাকে। এসব কোচিংয়ে বর্তমানে ছোট্র স্কুলে পরিনত হয়ে পড়েছে। আবার ঈদগাঁওর মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা ও কলেজ পড়ুয়া অসংখ্য ছাএছাএী প্রতিনিয়ত স্ব-স্ব শিক্ষা প্রতিষ্টানের নির্ধারিত ক্লাস শুরুর আগে কোচিং সেন্টারমুখী হতে দেখা যায়। অধিকাংশ শিক্ষার্থীরা বিদ্যালয়কে গুরুত্ব না দিয়ে, কোচিংকে বেশিভাগই গুরুত্ব দিচ্ছে।

অভিভাবক মহল জানান, ছেলেমেয়েরা যদি প্রতিদিন স্কুলমুখী হয়ে দৈনিক বিদ্যালয়ের পড়া বিদ্যালয়ে আদায় করত, তাহলে ভালমানের পড়ালেখার স্বার্থে আর কোচিং সেন্টারে যেতে হতোনা। তাতে গ্রামাঞ্চলের শিক্ষার্থীরা এমনিতে দক্ষ, আর্দশবান একজন ছাত্র হিসেবে পরিচিতি লাভ করতো। কোচিং বন্ধে নির্দেশনা থাকলেও বন্ধ হচ্ছেনা ঈদগাঁওতে। বিভিন্ন পয়েন্টে চলছে কোচিং বানিজ্য। যার ফলে, শিক্ষার্থীরা নৈতিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে। শিক্ষার মান কমে যাচ্ছে।

সচেতন লোকজনের মতে, শিক্ষাক্ষেত্রে বৈষম্য হচ্ছে। শিক্ষার্থীদের প্রাইভেটমুখী করা হচ্ছে। অসহায় ও গরীব পরিবারের সন্তানরা ভালমানের লেখাপড়া থেকে বাদ যাচ্ছে।

ঈদগাঁওতে ছড়িয়ে ছিড়িয়ে থাকা কোচিং সেন্টারের বিষয়ে সংশ্লিষ্ট উধ্বর্তন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন এলাকার শিক্ষিত সমাজ।

উল্লেখ্য, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্র পরিষদের ব্যানারে প্রাইভেট বাণিজ্যের সংস্কার চাই শীর্ষক ১০ দফা দাবী সম্বলিত একটি লিফলেট প্রকাশ  করা হয়।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত