স্টাফ রিপোর্টার॥ পাবনার ঈশ্বরদীতে এক স্বর্ণের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ ঘটিকার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারের চেয়ারম্যান মার্কেটের মল্লিকা জুয়েলার্সে এ দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
প্রত্যক্ষ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত দোকান বন্ধ করে বাড়িতে যান মল্লিকা জুয়েলার্সের সত্ত্বাধীকারী মো. বাবু হোসেন। সকালে দোকান খোলার পর তার মাথায় যেন আকাশ ভেঙ্গে পরে। কারন তার পাশের দোকান মা ফ্যাশানের দেয়াল ভেঙ্গে তার দোকানে প্রবেশ করে।
এসময় তার দোকানে থাকা প্রায় ১ কোটি টাকা মূল্যের স্বর্ণ ও রুপা এবং নগদ ১ লক্ষ্য আট হাজার টাকা খোয়া গেছে বলে জানা গেছে।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) অরবিন্দ সরকার এবং পাবনা ডিবি পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন।