বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২৯ অক্টোবর ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

উপজেলার বামুনিয়া এসসি উচ্চ বিদ্যালয়ে কর্মচারী নিয়োগে অনিয়মের সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৪ ১০:৪০ অপরাহ্ণ

 

তানভীর রশীদ তূর্য, ডোমার (নীলফামারী): নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নে এসসি উচ্চ বিদ্যালয়ের কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের সত্যতা মিলেছে। উপজেলা প্রশাসন কর্তৃক তদন্ত কমিটির তদন্তে ওই অভিযোগের সত্যতার কথা জানা গেছে।

অভিযোগ মতে, চলতি বছরের ২০ জানুয়ারী ও ২৩ জানুয়ারী বিদ্যালয়টির কম্পিউটার ল্যাব-অপারেটর, অফিস সহায়ক, আয়া ও ঝাড়ু-দার পদে এক জন করে মোট চারটি পদের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই নিয়োগে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রনজিৎ অধিকারী (দিলীপ), প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাকেরিনা বেগম, ডিজির প্রতিনিধি ডোমার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহানা বিলকিস বানু যোগসাযোস করে ৬০ লাখ টাকা নিয়োগ বানিজ্যের মাধ্যমে গোপনে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করেন।

বিষয়টি জানাজানি হলে ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম আজাদ ও বামুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলী হোসেন জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন গত ২৮ জানুয়ারী। জেলা প্রশাসক অভিযোগটি তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ মোজাম্মেল হক ও উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামসহ দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে তাদেরকে তদন্তের নির্দেশনা প্রদান করেন। উক্ত কমিটির সদস্যরা ১৮ মার্চ থেকে তদন্ত কার্যক্রম শুরু করলে তারা অভিযোগের সত্যতা পায়।

সূত্র মতে, নিয়ম নীতি লঙ্ঘন করে নিয়োগ পরীক্ষায় জেলা প্রশাসক এর কোন প্রতিনিধি নিয়োগ পরিক্ষায় রাখা হয়নি। একাধিক জনের সাক্ষাৎকার গ্রহন, প্রার্থীর উপস্থিতি, পরীক্ষার খাতা, নম্বরপত্র যাচাই করে নিদিষ্ট প্রার্থীর সঙ্গে ডামি প্রার্থীর পরীক্ষায় অংশগ্রহনের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়ায় অর্থ লেনদেনের বিষয়টি নিশ্চিৎ করেছেন তদন্ত কমিটি।

এ বিষয়ে উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক মোঃ নাজমুল আলম বিপিএএ বলেন, তদন্ত শেষে সম্প্রতি প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে প্রদান করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি ডিজি প্রতিনিধির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

পুলিশ সুপারের সাথে নড়াইল মডেল প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়, শুভেচ্ছা ও সম্মাননা প্রদান

প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সের কমিউনিটি ভিশন সেন্টারের উদ্বোধন

সংঘর্ষের আশংকা, সীতাকুণ্ডে জিডি; কোর্টের ১৪৭ ধারা মূলে পুলিশের বাধা উপেক্ষা প্রেসক্লাবের রাস্তা দখল করে ভবন নির্মাণ 

রাণীনগরের মেঘনা অধ্যয়ন কেন্দ্রে বই বিতরণ

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ‘শেখ রাসেল দিবস’ পালিত

দেবহাটায় প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগরেরা ; মন্ডপ পরিদর্শনে “ইউএনও”

মসিক নির্বাচনে মেয়র প্রার্থী টিটু’র ২৩ দফা ইশতেহার ঘোষণা 

ডাসার উপজেলার নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীনের দ্বিতীয় বার বদলীর প্রজ্ঞাপন !

রাণীশংকৈলে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

মিরসরাইয়ে পুলিশের সোর্স পরিচয়ে ইকবালের মাদক বাণিজ্য