মোঃ শাহাব উদ্দিন আহমেদ শিহাব (মৌলভীবাজার) কমলগঞ্জ প্রতিনিধি॥ মৌলভীবাজার জেলার কমলগঞ্জে পুলিশ কর্তৃক কমলগঞ্জ সদর ইউনিয়নের আইজ্জল মিয়াকে থানায় ৩ দিন আটকে রেখে নির্যাতন করে প্রেরত দিয়েছে। ফেরত দেয়ার পর অপহরন মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করার অভিযোগ করেছেন আঙ্গুল মিয়ার স্ত্রী মোছাঃ হুছনা বেগম (৩৩)। শনিবার সন্ধ্যায় কমলগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন হুছনা বেগম।
হুছনা আক্তার লিখিত বক্তব্যে বলেন, গত ১৪ নভেম্বর আমার স্বামী আঙ্গুর(৩৫) কে কমলগঞ্জ থানার এস আই মহাদেব সাহা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল লতিফ কথা আছে বলে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়। ৩ দিন আটকে রেখে শারীরিক নির্যাতন করে ছেড়ে দেয়। এদিকে আমার ভাসুর মৃত নূর মিয়ার ছেলে মোঃ হাবিবুর রহমান সাগর একই গ্রামের মোঃ সোবহান মিয়ার মেয়ে রুমানা আক্তার শাম্মি (১৪) কে অপহরন করার অভিযোগ এনে মোঃ সোবহান মিয়া বাদী হয়ে গত ১৭ নভেম্বর কমলগঞ্জ থানায় ১৩/১৮৪ নং অপহরণ মামলা দায়ের করেন। মামলায় আমার স্বামী আঙ্গুর মিয়াকে ২নং আসামী করা হয়। মামলা দায়েরের পর বাড়ী থেকে ধরে এনে অপহরণ মামলায় জেল হাজতে প্রেরণ করেন।
হুছনা বেগম আরো বলেন, আমার স্বামী দিন মজুরী করতো। স্বামী জেল হাজতে থাকায় সংসারের খরচপাতি চালানোর মতো আর কেউ নাই। আমার অবুঝ শিশুদেরকে নিয়ে উপবাস করে মানবেতর জীবন যাপন করছি। সরকারের কাছে ন্যায় বিচার প্রার্থনা করছি।
অভিযোগ সম্পর্কে এস আই মহাদেব এর সাথে আলাপ করলে তিনি ডেকে আনার কথা স্বীকার করলে ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন।
কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবতীর্র সাথে আলাপ করলে তিনি বলেন, থানায় কাউকে আটকে রেখে নির্যাতন করার ঘটনা ঘটেনি। তবে অপহরণ মামলায় একজনকে আটক করে জেল হাজতে প্রেরণের কথা স্বীকার করেছেন।