মোঃ আশরাফুজ্জামান : গোপালগঞ্জের কাশিয়ানীতে অটোভ্যানের ধাক্কায় মাহিয়া আক্তার মৌ নামের চার বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ ১৪/১২/২০২৪ইং শনিবার সকাল ১১ টার সময় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের জয়নগর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় চা দোকানি আলমগীর সরদার জানান, নিহত মাহিয়া আক্তার মৌ তার দাদা জাকির সরদারের চা দোকান থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে টুকু মোল্লার বাড়ির সামনে আসলে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী ব্যাটারি চালিত অটোভ্যানের ধাক্কায় মাহিয়া গুরুতর আহত হয়। আহত মাহিয়া আক্তারকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর উপজেলার আলফা ডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনা নিহত আক্তার মৌয়ের পিতা মাসুদ সরদার জানান মাহি আমার একমাত্র সন্তান, আমি এখন কি নিয়ে বাঁচবো, মহান আল্লাহ আমার মেয়েকে বেহেস্ত নসিব করুন, আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। কাশিয়ানী থানার এসআই হারুন
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন নিহতের পিতার অভিযোগ না থাকায় আজ বাদ আসর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়েছে।