
মোঃ আশরাফুজ্জামান গোপালগঞ্জ : সাধ্যের মধ্যে স্বপ্নের বাজার শ্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার জয়নগর বাজারে ” জামান সুপার মার্ট “এর শুভ উদ্বোধন আজ সকাল ১১ টায় অনুষ্ঠিত হয। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খন্দকার ডক্টর ল্যাব & সনোগ্রাফী সেন্টারের চেয়ারম্যান কে এম আলাউদ্দীন শাহজাহান.উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জয়নগর এম ইউ সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ ফারুকুজ্জামান মোল্যা – জয়নগর ইয়ার আলী খান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ -ড.প্রণব কুমার রায়, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আলী চৌধুরী, জয়নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালাউদ্দিন আহমেদ, মহেশপুর ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কামরুজ্জামান খান কামাল।
কামরুজ্জামান খান কামাল বলেন, জয়নগর বাজারের মত একটি অজও পাড়া গায়ে জামান সুপার মার্টের মত একটি সুপার শপ প্রতিষ্ঠা করায় এর স্বত্বাধিকারী লাইকুজ্জামান কে ধন্যবাদ জানাই। জয়নগর মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গে উপস্থিত ছিলেন। ফিতা কেটে উদ্বোধন শেষে দোয়া ও মুনাজাত করা হয়।
এ সময় জামান সুপার মার্টের স্বত্বাধিকারী মুহাম্মদ লায়েকুজ্জামান বলেন, উক্ত প্রতিষ্ঠান কে এগিয়ে নিতে এবং জামান সুপার মার্টের সুনাম ধরে রাখতে সকল পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।