শাহজাহান ইসলাম লেলিন, শিক্ষানবিশ প্রতিনিধি॥একাত্তরে ৩০ লাখ শহীদের মধ্যে বুদ্ধিজীবিদের বেছে বেছে হত্যার ঘটনা বিশেষ তাৎপর্য বহন করে। তারা শহীদ হন এক সুদূরপ্রসারী পরিকল্পনার অংশ হিসেবে। হানাদার পাকিস্তানি বাহিনী তাদের পরাজয় আসন্ন জেনে বাঙালি জাতিকে মেধাশূন্য করার লক্ষ্যে বুদ্ধিজীবী নিধনের এই পরিকল্পনা করে।
শহদী বুদ্ধিজীবীদের স্বরনে কিশোরগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে আজ সকাল ১০ঘঠিকায় উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জনাব নূরই আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ মো. আবুল কালাম বারী পাইলট, চেয়ারম্যান উপজেলা পরিষদ কিশোরগঞ্জ, জনাব সানজিদা রহমান, সহাকারী ভূমি কমিশনার কিশোরগঞ্জ, জনাব রাজীব কুমার রায়, অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা জনাব জাকির হোসেন বাবুল, বীরমুক্তিযোদ্ধা আতাউর গনীসহ গনমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।