মাজহারুল ইসলাম ভুঞা (উজ্জ্বল) কেন্দুয়া (নেত্রকোনা): নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার দায়িত্ব ভার গ্রহণ করলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শামীম আল ইমরান।
মঙ্গলবার (২০ আগস্ট) বিকালে কেন্দুয়া পৌরভবনে এ দায়িত্ব ভার গ্রহণ করেন তিনি ।
এ সময় উপজেলা উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাতসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ।
উল্লেখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের এক প্রজ্ঞাপনের মাধ্যমে অপসারণের ফলে পৌর মেয়রের পদ শূন্য হয় ।