নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ দুই কেজি গাঁজাসহ খন্দকার মাহবুবুর রহমান (৩২)নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা রাতে স্থানীয় চৌগাছা বাসস্ট্যান্ড থেকে তাকে আটক করা হয়।
থানার উপপরিদর্শক এসআই মাসুদুর রহমান বলেন, গোপন সংবাদ পেয়ে কোটচাঁদপুর চৌগাছা বাসস্ট্যান্ডে অভিযান চালানো হয়। এ সময় খন্দকার মাহবুবুর রহমান কে দাড়াতে বললে,সে দৌড়ে পালানোর চেষ্টা করেন।পরে তাকে ধাওয়া দিয়ে আটক করা সম্ভব হয়।
এ সময় তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় দুই কেজি গাঁজা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, মামলা নাম্বার ৮, তারিখঃ ২৩-১২-২২। তিনি বলেন, পরে তাঁর ব্যবহারিত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। এর মালিকেরও খোঁজ পাওয়া গেছে। তিনি এসে মটর সাইকেলটি নিয়ে যাবেন। খন্দকার মাহবুবুর রহমান ঝিনাইদহ ৩ নাম্বার পানির ট্যাংক এলাকার মৃত খন্দকার মিজানুর রহমানের ছেলে।
বিষয়টি নিয়ে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, ওই ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ শনিবার সকালে মাহবুবুর রহমান কে আদালতে পাঠানো হয়েছে।