মোঃ সবুজ মিয়া, গঙ্গাচড়া (রংপুর)॥ রংপুরের গঙ্গাচড়া উপজেলায় বাল্য বিবাহ, মাদক, জুয়া,সজঙ্গীসহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিট পুলিশিং উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৮ (ডিসেম্বর) সন্ধায় শ্রী ধিরেন চন্দ্র রায় এর সভাপতিত্বে গঙ্গাচড়া ৪ নং সদর ইউনিয়নের নীলকচন্ডী লাইফুর মোড়ে মডেল থানা পুলিশের ৬ নং বিটের উদ্যোগে এ বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দুলাল হোসেন । এসময় মডেল থানার এসআই বুলবুল আহম্মেদ,এসআই আফওয়াজুল, এএসআই মাঈনুল ইসলামসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।