রোমান আহমেদ, গাজীপুর॥ গাজীপুরের বিভিন্ন রাস্তায় ও ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বেশকিছু স্থানে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
১০ই ডিসেম্বর শনিবার বিএনপির বাঁকা বিভাগীয় গণসমাবেশ । এর পূর্বে বিএনপির কার্যালয় নয়াপল্টনে তারা ঢাকা বিভাগীয় সমাবেশের ডাক দিলে সরকার ও তাদের মধ্যে সমাবেশের ভেনু নিয়ে এক সমস্যার সৃষ্টি হয়। প্রশাসন থেকে নির্ধারণ করা ভেনুতে সমাবেশ না করে নয়াপল্টনে করার জন্য একত্রিত হতে থাকে বিভিন্ন অঞ্চলের নেতাকর্মীরা একপর্যায়ে নয়াপল্টনে দলের জমায়েত সরিয়ে রাস্তা ফাঁকা রাখতে বললে প্রশাসন ও তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। নয়াপল্টন এলাকার পরিবেশ ঠাণ্ডা রাখতে পুলিশ ব্যবস্থা গ্রহণ করে ।ফলে দু’পক্ষের সংঘর্ষে বেশকিছু পুলিশ ও বিএনপিরা আহত হয়।
এমন অবস্থায় দেশের সাধারণ মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিশ্চিত করতে ও সন্ত্রাসী হামলার মোকাবেলা করতে বিভিন্ন এলাকা ও রাস্তায় নেতাকর্মীদের পাহারা দিতে ও রাসস্তায় অবস্থান নিতে বলেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের (এমপি)।
১০ডিসেম্বর সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে জেলার শীর্ষ নেতাকর্মীরা ও অবস্থান নিয়েছেন। রাস্তায় গাড়ি থামিয়ে করা হচ্ছে তল্লাশি নেওয়া হচ্ছে যাত্রীদের গন্তব্যর খুঁজ সন্দেহ হলে দেয়া হচ্ছে ফিরিয়ে না হলে ছেড়ে দেওয়া হচ্ছে গাড়ি।
তবে পূর্বের তুলনায় রাস্তায় নেই দূরপাল্লার কোনোও যানবাহন। জেলার সদর উপজেলা রাজেন্দ্রপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরবর্তীতে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সাংসদের নেত্রীত্বে বেলা ১ টায় শ্রীপুর উপজেলার গুরুত্বপূর্ণ স্থান ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা উড়াল সড়কের নিচে বিএনপি হটাও শ্লোগানে বিএনপির বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলা উপজেলার আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এতে উপস্থিত থেকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জনাব ইকবাল হোসেন সবুজ (এমপি) তার বক্তৃতায় বলেন যখন ও সমগ্র বিশ্বে সংকট চলছে তখন আওয়ামীলীগ সরকার এদেশের মানুষের নির্বিঘ্নে চলাফেরা নিরাপত্তা খাবার ও যোগাযোগ নিশ্চয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছেন ঠিক তখনই এই বিএনপি জামায়াত জোট দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।
তারা বলেছে ১০ তারিখে দেশ চালাবে, আজ ১০ তারিখ তাদের কাউকে আমরা খুঁজেও পাচ্ছিনা। তিনি তার বক্তৃতায় আরও বলেন, যখনই এরা দেশের ক্ষতি করতে চাইবে তখনই তাদের দাঁতভাঙা জবাব দিতে হবে। এদেশে কখনই বিএনপি জামায়াত নামক অগ্নি সন্ত্রাসকে ক্ষমতায় আসতে দেওয়া যাবেনা। তিনি জেলা উপজেলার সমগ্র নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ দেন ও আওয়ামীলীগ সভাপতি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতায় টিকিয়ে রাখতে আগামী এক বছর সজাগ থাকতে আহ্বান জানান।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড. মোশাররফ হোসেন ভূঁইয়া, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এড. শামছুল আলম প্রধান, জেলা পরিষদ মহিলা সদস্য, শ্রীপুর, উপজেলা ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরে আলম মোল্লা তেলিহাটি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাতেন সরকার, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সদস্য গাজীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজাহার মাস্টার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সাধারণ সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ।