
ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটোরের গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং নারী নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে ও বেগম রোকেয়া দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও শ্রাবণী রায়। এরপর উপজেলা চত্বরে র্যালি শেষে পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, সহকরী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার লিপি, উপজেলা মহিলা বিষয়ক কমর্মকর্তা রেখামণি পারভীন, দুদকের উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু, মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে জয়িতা ৫ নারীকে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়। জয়িতা ৫নারী অর্থনীতিতে সাফল্য অর্জনকারী কাজী নারগীস মহল সিদ্দিকা, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে সেলিনা খাতুন, সফল জননী সুফিয়া বেগম, নারী উদ্যোক্তা নার্গিস খাতুন ও সমাজ উন্নয়নে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তারকে সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।