জগন্নাথপুর প্রতিনিধি॥ জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ শনিবার সকাল ১১টায় জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাব-এর অস্থায়ী কার্যালয়ে নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো: হুমায়ুন কবিরের পরিচালনায় ক্লাবের সদস্যবৃন্দ বক্তব্য রাখেন। সভায় পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন কমিটি ঘোষনা করা হয়। উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে দেশ বিদেশ ডটকম পত্রিকার সম্পাদক আব্দুল ওয়াহিদকে সভাপতি ও দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকম সম্পাদক হিফজুর রহমান তালুকদার জিয়াকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ঠ এক বছর মেয়াধী কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ- সভাপতি ইউএস বাংলা বার্তার বার্তা সম্পাদক হুমায়ুন কবীর ফরিদী, যুগ্ম সাধারন সম্পাদক খবর টুডের সম্পাদক জাকারিয়া আহমদ, যুগ্ম সম্পাদক দৈনিক দেশ চিত্র ডটকম প্রতিনিধি বিপ্লব দেবনাথ, কোষাধ্যক্ষ জগন্নাথপুর পোষ্ট ডটকম সম্পাদক আলী হোসেন খান, দপ্তর সম্পাদক এম এস টিভি ইউকের সহ- নির্বাহি সম্পাদক রনি মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল হোসেন, কার্যকরী সদস্য মো: হুমায়ুন কবির, রিয়াজ রহমান, আব্দুল মুকিম, সদস্য জহিরুল ইসলাম জহির, আকমল হোসেন।