জগন্নাথপুর প্রতিনিধি॥ আব্দুল খালিক উচ্চ বিদ্যালয়ের চরিত্রহীন প্রধান শিক্ষক সেলিম রেজা কর্তৃক ছাত্রীদের যৌন হয়রানিমূলক কর্মকান্ড ও দূর্নীতিবাজ সভাপতির দ্রুত অপসারনের দাবীতে মানব বন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের ব্যানারে জগন্নাথপুর পৌর পয়েন্টে বিশাল মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানব বন্ধনে চরিত্রহীন প্রধান শিক্ষক সেলিম রেজা ও দূর্নীতিবাজ সভাপতি দ্রুত অপসারন করে বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের প্রতি দাবী জানানো হয়।
মানববন্ধনে শিক্ষক সুদীপ চক্রবর্তী, গোলজার হোসেন, সাইদুর রহমান, সুমা সরকার, অভিভাবক তপন গোপ, শিক্ষার্থী সানজিদা আক্তার বক্তব্য রাখেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থী ও অভিভাবকরা মিছিল সহকারে ইউএনও অফিসে তাদের বক্তব্য তুলে ধরেন।
এসময় শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।