বাংলাদেশ সকাল
বুধবার , ২০ নভেম্বর ২০২৪ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

জগন্নাথপুর কুশিয়ারা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, হুমকিতে ফসলি জমি ও ঘরবাড়ি

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৪ ১১:০৭ অপরাহ্ণ

 

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কুশিয়ারা নদীতে অবৈধভাবে চলছে বালু-মাটি উত্তোলন। এতে ফসলি জমি ও ঘরবাড়ি হুমকিতে রয়েছে । নৌ চলাচলে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। ভুক্তভোগীরা এ ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরী হস্তক্ষেপ কামনা করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে ক্ষমতার প্রভাব বিস্তার করে মা এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান উপজেলার খানপুর মৌজার কুশিয়ারা নদী থেকে বালু উত্তোলনের অনুমোদন নেয়।  বালু উত্তোলনের অনুমতির  সময়সীমা শেষ হয়ে গেলে  পরে  বিভিন্ন অজুহাত দেখিয়ে ও কর্তৃপক্ষকে ভুল তথ্য দিয়ে আরো ২৮ দিন সময় বৃদ্ধি করে।

সম্প্রতি সরেজমিনে গেলে জানা যায়,  মা এন্টারপ্রাইজ বালু উত্তোলনের জন্য একটি স্থানের অনুমতি  পেলেও একাধিক স্থান থেকে বালু উত্তোলন করছে। তাদের বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ড্রেজিং মেশিন জালালপুর ও বিবিয়ানা গ্যাস ফিল্ডের অদূরে কসবা এলাকায় কুশিয়ারা নদীতে বসানো রয়েছে। উক্ত ড্রেজিং মেশিনের কারণে নৌ চলাচলে বিঘ্ন ঘটছে। এছাড়াও কসবা এলাকায় কুশিয়ারা নদীর তীরের থেকে বালু উত্তোলনের কারণে উক্ত স্থানের বাড়ি-ঘর ও ফসলি জমিতে ভাঙন সৃষ্টি হচ্ছে।  এই স্থানের ফসলি জমি মারাত্মক হুমকির মুখে।  ভবিষ্যতে ফসলি জমি নদীতে বিলীন হবে এমনটা আশংকা করছেন স্থানীয়রা

এদিকে, কুশিয়ারা নদীর পূর্বপাড় রসুলপুর মৌজায়  বসানো দুটি  ড্রেজিং মেশিন দেখা যায়। স্থানীয়রা  জানান,দুটি ড্রেজিং মিশিন ও মা এন্টারপ্রাইজ নিয়ন্ত্রন করেন   তারা অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলন করছে।    কর্মরত শ্রমিকদের সাথে আলাপ করলে শ্রমিকগন জানায়, এই প্রজেক্টের মালিক সিলেটের শিপু চৌধুরী।

শিপু চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বালু উত্তোলনের কোনো ধরনের অনুমোদন না থাকলেও অনুমোদনের সবধরনের প্রস্তুতি চলছে।

নাম প্রকাশের অনিচ্ছুক একাধিক লোক জানান, কুশিয়ারা নদীতে বালু উত্তোলনের মা এন্টারপ্রাইজের অন্তরালে আওয়ামী লীগের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর  আওয়ামী লীগ নেতারা  আড়ালে থেকে তাদের নিজস্ব লোক দিয়ে অবৈধভাব বালু উত্তোলনে মা এন্টারপ্রাইজকে সহযোগিতা করে যাচ্ছে। এ পর্যন্ত অনুমোদিত বালু থেকে প্রায় তিন গুণ বেশি বালু উত্তোলন করেছে মা এন্টারপ্রাইজ। এতে সরকার বঞ্চিত হয়েছে প্রকৃত রাজস্ব থেকে। মুঠোফোনে জানতে চাইলে, মা এন্টারপ্রাইজের পরিচালক মতিউর রহমান বলেন, ৫ আগস্টের পর দেশের অবস্থা ভালো না থাকায় আমরা ২৫ লক্ষ ঘনফুট বালু উত্তোলন করতে পারিনি। তাই কর্তৃপক্ষের কাছ থেকে আরো ২৮ দিনের সময়সীমা নেই। এছাড়া কুশিয়ারা নদীতে থাকা  অন্যান্য ড্রেজার মিশিন সম্পর্কে তিনি অবগত  নয়।

জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুঞা সা-আধ  বলেন, নির্দিষ্ট সময়ের জন্য বালু উত্তোলনে মা এন্টারপ্রাইজ খানপুর মৌজায় অনুমতি পায়। এ বাইরে কোথাও অনুমতি নেই তাদের। এছাড়া নদী থেকে বালু উত্তোলনের জন্য আমরা নির্দিষ্ট স্থান নির্ধারণ করে দিয়েছি। কিন্তু আমাদের নির্ধারিত স্থানের বাইরে অন্য কোনো স্থান থেকে বালু উত্তোলন হলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ গাছবাড়িয়া স: প্রা: বিদ্যালয় কমিটির সভাপতির অপসারণ ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন

তাহিরপুরে মাদক ও জুয়া বন্ধের দাবিতে মানববন্ধন

নীলফামারীতে আগাম আলু চাষে ব‍্যস্ত সময় পার করছে চাষিরা

কক্সবাজার পৌর শাখার আওয়ামী মৎসজীবি লীগের সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন জনি গ্রেফতার 

ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতির বাড়িতে অগ্নিসংযোগ: আ.লীগের সাবেক তিন সংসদ সদস্যসহ ৩২৯ জনের বিরুদ্ধে মামলা

বিএনপির নেতার জমি দখল ! সৎ ভাইয়ের পরিবারকে এসিড মেরে ঝলসে দেয়ার হুমকি

দেবহাটায় স্বেচ্ছাসেবী সংগঠন আমাদের টিম পরিবারের মাসিক সাধারণ সভা

শেরপুরে সংবাদ সম্পাদক বজলুর রহমান স্মরণে সাহিত্য আড্ডা

রাণীশংকৈলে তারুণ্যের উৎসব পালিত 

টুঙ্গিপাড়ার চিহ্নিত মাদক ব্যবসায়ী মাসুদ ফকির সহ গ্রেফতার ২