মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ জামালপুরে রিভারভিউ বারবিকিউ এন্ড সী-ফুড রেস্টুরেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার (৭ জানুয়ারি) দুপুরে শহরের বানিয়াবাজার এলাকার নতুন বাইপাস সড়কের পাশে এই রেস্টুরেন্টের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ এ রেস্টুরেন্টের উদ্বোধন করেন।
এ সময় জামালপুর পৌসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, অগ্রণী ব্যাংকের ডিজিএম শামীম রেজাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
রেস্টুরেন্টের স্বত্বাধিকারী তানভীর আজাদ মামুন জানান, রিভারভিউ বারবিকিউ এন্ড সী-ফুড রেস্টুরেন্টে কাবাব আইটেম ছাড়াও সামুদ্রিক মাছের বিভিন্ন প্রকার খাবার পাওয়া যাবে, যা জামালপুরে একমাত্র আমরাই পরিবেশন করছি। তিনি সবাইকে এই নিরিবিলি পরিবেশে এসে ঘুরে দেখে যাওয়ার জন্যও আমন্ত্রন জানান।