বাংলাদেশ সকাল
সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

টাঙ্গাইল সড়কে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ 

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
নভেম্বর ২১, ২০২২ ৯:২৮ অপরাহ্ণ

মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার ॥ টাঙ্গাইলের ঘাটাইলে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ সড়কের পাশে ফেলে পালিয়ে গেছে একটি যাত্রীবাহী বাস।গতকাল রবিবার রাতে উপজেলা সদরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম সরকার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রবিবার সন্ধ্যা ছয়টার দিকে বিনিময় পরিবহনের একটি বাস থেকে এক অজ্ঞাত যুবককে (৩৫) অচেতন অবস্থায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কে ফেলে দেওয়া হয়।

স্থানীয়রা বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল গিয়ে তাকে উদ্ধার করে। পরে স্থানীয়দের সহায়তায় ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হক জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ সোমবার দুপুর পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। লাশের পরিচয় সনাক্ত ও বাসটি জব্দের চেষ্টা চলছে।

সর্বশেষ - এক্সক্লুসিভ