মাহাবুব আলম, ষ্টাফ রির্পোটার॥ ঠাকুরগাঁওয়ে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। রোববার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষীপুর বিলডাঙ্গী এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন,জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের ছেলে মাসুদুর রহমান (৫৫) ও নিহত মাসুদুর রহমানের স্ত্রী রহিমা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)।
পুলিশ সুত্র মতে জানা গেছে,মেয়েকে নিয়ে মা ও বাবা মথুরাপুর রোড থেকে মোটরসাইকেল করে লক্ষীপুর মাদ্রাসায় যাচ্ছিল। এসময় অপরদিক থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী বাস বিলডাঙ্গী এলাকায় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রহিমা বেগম নিহত হয়। পরে এলাকাবাসি বাকি ২জনকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালে নিয়ে গেলে হাসপাতাল কতৃপক্ষ অপর দুজনকে মৃত ঘোষনা করে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি কামাল হোসেন।