মোঃ আনোয়ার হোসেন, ডিমলা (নীলফামারী): নীলফামারীর ডিমলায় সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা।৭৬টি পুজা মন্ডবে অধিক নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে ডিমলা উপজেলা প্রশাসন আনসার ভিডিপি কার্যালয় চত্বরে সোমবার ৮-অক্টোবর সকালে শারদীয় দূর্গা পূজায় ডিউটি পালন উপলক্ষে আনসার ভিডিপি সদস্যদের ব্রীফিং করেন ।
ব্রীফিংকালে সেনা ম্যাজিষ্টেট ফাহিম হাসান এর উপস্থিতিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়া, ডিমলা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ ফজলে এলাহী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার। উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে অত্র ডিমলা উপজেলার ১০ ইউনিয়নে ৭৬টি মন্ডবে দূর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে।
এ উপলক্ষে মোবাইল টিম ট্যাগ অফিসার, আনসার ভিডিপি, গ্রাম প্রতিরক্ষা বাহিনী সহ সেনাবাহিনী,র্যাব বিজিবি ও পুলিশ সার্বক্ষনিক টহলে থাকবে। উপজেলায় মোট ৭৬টি পূজা মন্ডব রয়েছে। জানা গেছে এবছর ৭৬টি মধ্যে ১৫টি পূজা মন্ডব অধিক ঝুকিপূর্ণ। ঝুকিপূর্ণ পূজা মন্ডব ৩৪টি সাধারন মন্ডব ৩৭টি। মন্ডবে পুরুষ মহিলা সহ আনসার ভিডিপি এর ৪৮৬ জনের মধ্যে পুরুষ ৩৩৪জন, ১৫২জনকে নিয়োগ করা হয়েছে।