রাশিদুজ্জামান সরদার, ডুমুরিয়া খুলনা॥ ডুমুরিয়া থানা সূত্রে জানা যায় গতকাল ডুমুরিয়া থানা পুলিশ রাত্রি কালীন ডিউটি চলাকালে এসআই বিশ্বজিৎ পাল গোপন সংবাদ এর ভিত্তিতে জানতে পারেন ডুমুরিয়া থানাধীন উত্তর গোবিন্দ কাটি মিন্টু শেখের বাড়ির সামনে একটি ছোট ট্রাক সহ ১০-১২ জন ডাকাত সদস্য ডাকাতের উদ্দেশ্যে অবস্থান করছে মিন্টু শেখের বাড়ির সামনে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ডুমুরিয়া থানার ওসিকে জানালে ওসি’র নির্দেশে রাত্রি কালীন ডিউটিরত পুলিশ ফোস অভিযান পরিচালনা করে আনুমানিক রাত ৩.২০ ঘটিকার সময় উল্লেখিত ডাকাত সদস্যদের ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ, তিনটি লোহার রড, দুটি ধারালো চাপাতি, স্যালাইন রেঞ্জ ঘটনাস্থল থেকে উদ্ধার করেন। তাছাড়া ৪-৫ জন ডাকাত সদস্য অস্ত্রসহ পালিয়ে যায়।
ডাকাত সদস্যদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকৃত ডাকাত সদস্যদের মধ্যে কয়েকজনের নামে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার ঘটনায় মামলা রয়েছে। আটকৃত ডাকাত সদস্য ১। মোঃ ইদ্রিস আলী (২১)২। মোঃ খোকন মিয়া ( ২৮) ৩। আলামিন খলিফা (৪০) ৪। মামুন মিয়া ওরফে লালচান ( ৪৫) ৫। ইউসুফ শেখ (২৬)৬। ইব্রাহিম হাওলাদার (৩৫) ৭। রফিকুল ইসলাম নয়ন (৩২)।
এই ঘটনায় ডুমুরিয়া থানার এসআই বিশ্বজিৎ পাল বাদী হয়ে ডাকাতির প্রস্তুতি মামলা করেন এবং পলাতক ডাকাত দলের সদস্যদের গ্রেপ্তারসহ তাদের দলে থাকা অবৈধ আগ্নেয় অস্ত্র উদ্ধারে ডুমুরিয়া থানা পুলিশের অভিযান ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে।