মো. বেলাল হোসেন॥ দিনাজপুরের বিরল উপজেলায় আদিবাসী ও দলিত সম্প্রদায়ের জীবন মান উন্নয়নে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের (ডিওয়াইডিএফ) আয়োজনে ও হেকস ইপারের সহযোগিতায় উপজেলার ১০নং রানী পুকুর ইউনিয়নের হালজায় ঝিনাইকুড়িতে কড়া সম্প্রদায়ের মাঝে এই গণশুনানি অনুষ্ঠিত হয়।
গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর বিরল উপজেলার চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বাবু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অমিয় পাপন চক্রবর্তী অর্ক। বিশেষ অতিথি হিসেবে বিরল উপজেলা যুব উন্নয়নের সহকারী কর্মকর্তা রাশেদুল আলম, উপজেলার বোর্ড হাট কলেজের প্রভাষক বিধান দত্ত, কালের কণ্ঠের দিনাজপুর প্রতিনিধি এমদাদুল হক মিলন। এছাড়াও ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের দিনাজপুর জেলা শাখার অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, আদিবাসীরা আমাদের দেশের একটা অংশ। বর্তমান সরকার আদিবাসীদেরকেও ঘর দিয়েছে, বিদ্যুৎ দিয়েছে। বই ফ্রি দিচ্ছে, স্কুল কলেজে বিনা বেতনে পড়ার সুযোগসহ বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে। আদিবাসীদের জীবন মান উন্নয়নে সরকার সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।
প্রধান আলোচক অমিয় পাপন চক্রবর্তী বলেন, আদিবাসীদের জীবন মান উন্নয়নে আপনাদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনতে আজকের এই গণশুনানির আয়োজন। আপনারা আপনাদের যেসব সমস্যা ও সম্ভাবনার কথা বলেছেন সেগুলো বাস্তবায়নে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন পাশে থেকে কাজ করবে।
গণশুনানিতে উপস্থিত কড়া সম্প্রদায়ের আদিবাসীরা সহজ ঋণ, অবসর সময়ে কর্ম ব্যবস্থাসহ তাদের জমি অবৈধ দখলমুক্ত করার দাবি জানান।