এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ: ১৬ সেপ্টেম্বর বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভায় প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলার মানবিক জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপপরিচালক (ভারপ্রাপ্ত)স্থানীয় সরকার নাঈমা ইসলাম, , অতিরিক্ত পুলিশ সুপার( ক্রাইম এন্ড অপারেশন) তারিক আল মেহেদী, উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর আসাদুজ্জামান সরকার, উপপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর ভিকারুন নেছা, মোঃ আতিকুর রহমান জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত), প্রজেক্ট এ্যানালিস্ট, ইউএডিপি মো. শাহাদাত হেসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ সহ নারায়ণগঞ্জ জেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃৃন্দ, ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
এসময় জেলা প্রশাসক বক্তব্যে বলেন দূর্নীতি, স্বজনপ্রীতির উর্ধ্বে থেকে উপস্থিত সকলকে আন্তরিকতার সহিত আইনের মধ্যে থেকে সকল সমস্যার সমাধানের বিষয়ে একসাথে কাজ করার আহবান জানান এবং গ্রাম আদালতের কার্যক্রমকে আরো গতিশীল করার নির্দেশনা প্রদান করেন।




















