মোঃ হৃদয় ইসলাম জামালপুর॥ দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর শহর আওয়ামী লীগের অন্তর্গত ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (০৭ ডিসেম্বর) রাতে শহরের মির্জা আজম চত্বরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল ইসলাম জীবন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন শহর আওয়ামী লীগের সাবেক সদস্য সরকার সোহেল আহমেদ সোহাগ,সাবেক সদস্য নূরুল ইসলাম আমির,ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ হোসেন , ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ রুকন প্রমূখ।
সহিংসতা সৃষ্টিকারীদের জবাব রাজপথেই দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, উন্নয়নকে বাধাগ্রস্ত করে দেশকে ধ্বংসের দিকে নিয়ে যেতেই বিএনপি পরিকল্পিতভাবে সহিংসতা করার পাঁয়তারা চালাচ্ছে।
এর আগে সহিংসতাবিরোধী স্লোগানে স্লোগানে শুরু হয় ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের মিছিল।
ওয়ার্ড আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে মির্জা আজম চত্বরে গিয়ে শেষ হয় নৈরাজ্যবিরোধী বিক্ষোভ।
এতে অংশ নেন ওয়ার্ড আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।