এনামুল হক ছোটন॥ জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন একজন দূরদর্শীসম্পন্ন নেতা। ১৯৪৭ সনে দ্বি-জাতি তত্ত্বের ভিত্তিতে ইন্ডিয়া ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। জাতির পিতা শেখ মুজিবুর রহমান সেদিন উপলব্ধি করেছিলেন বাংলার মানুষকে মুক্ত করতে হলে এবং বাংলার মানুষের অধিকার আদায় করতে হলে একটি সংগঠন দরকার। যার কারণে তিনি ১৯৪৮ সনের ৪ঠা জানুয়ারি ঐতিহ্যবাহী ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন। আমরা দেখেছি এই ছাত্রলীগ পরবর্তীতে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়ে আমাদের স্বপ্নের যাত্রা শুরু করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় বাংলার মানুষের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন। ইতিহাস-ঐতিহ্যের সংগঠন ছাত্রলীগ। বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকেই থেকে দেশের ক্রান্তিকালে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আগামী প্রজন্মকে একটি স্মার্ট বাংলাদেশ উপহার দেওয়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান মেয়র। বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে নগরীর টাউন হল শহীদ মিনার প্রাঙ্গণে মহানগর ছাত্রলীগ আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু।
ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক নওশেল আহমেদ অনির সভাপতিত্বে ও যুগ্ন আহ্বায়ক তাসফির আলম রাহাতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন-অসাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল করিম বাবু। মহানগর ছাত্রলীগের আহবায়ক নওশেল আহমেদ অনি বলেন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের নির্বাচন থেকে শুরু করে ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে ছাত্রলীগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো। ছাত্রলীগের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে অনি বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর ও বিভিন্ন ওয়ার্ড ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।
এর আগে সকালে দিবসটি উপলক্ষ্যে শিববাড়ি দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, কেক কাটা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, খাদ্য সামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়।