এনামুল কবীর এনাম॥ নওগাঁর বদলগাছীতে গত ২০১৩ সালে গভীর নলকূপের মালিকানা নিয়ে বিরোধের জেরে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পাঁচ সহোদর ভাই সহ ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মাননীয় আদালত।
উজ্জ্বল হোসেন নামে ওই ব্যক্তিকে হত্যার নয় বছর পর গত বুধবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় প্রদান করেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (এপিপি) আব্দুল বাকী।
এ সময় দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ডাদেশও দেওয়া হয়েছে বলে জানা গেছে।