মিনারুজ্জামান মিরন॥ নড়াইল জেলার বিছালী ইউনিয়নের বিছালী গ্রামে ৮ দলীয় ফুটবল একাদশ খেলার ফাইনাল মাচ অনুষ্ঠিত। উক্ত খেলার ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডঃঅচিন কুমার চক্রবর্তী,সভাপতি, সদর উপজেলা আঃলীগ, জিপি জর্জ কোট নড়াইল।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব হেমায়েত হোসেন ফারুক চেয়ারম্যান বিছালী ইউনিয়ন পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহামুদুর রহমান অফিসার ইনচার্জ সদর থানা নড়াইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এম সোহেল রানার সভাপতি বিছালী ইউনিয়ন যুবলীগে।
এস এম কামাল হোসেনের সঞ্চালনায় বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অ্যাডঃ অচিন কুমার চক্রবর্তী।
উক্ত ৮ দলীয় ফুটবল ট্রুনামেন্টে রাজু স্পোর্টিং ক্লাবে গোবরা নড়াইল দল বিজয়ী হন।