ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরের ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকীর দুইদিন ব্যাপী কর্মসুচির দ্বিতীয় দিনে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টার দিকে ছাত্রদলের নেতা কর্মিরা খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সমবেত হতে থাকে। পরে সেখানে এক সমাবেশ করা হয়। সমাবেশ শেষে কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের হাফরাস্তা এলাকা প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, সাইফুল ইসলাম আফতাব, দেওয়ান শাহিন, ভিপি তুষার সহ ছাত্রদল সভাপতি কামরুল ইসলামসহ নেতা কর্মীরা।
এ সময় বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামে ছাত্রনেতাদের ভূমিকা অপরিসীম। দলের নেতা কর্মিদের মুক্তির আন্দোলনে তাদের ঝাঁপিয়ে পড়তে হবে। সরকার পতনের আন্দোলনে নিজেদের উৎসর্গ করার আহবান জানানো হয় সমাবেশে থেকে।